বেসিক ইলেকট্রিসিটি - সংক্ষিপ্ত প্রশ্নত্তোর ০১




১/ একটি এটমের তিনটি মূল কণিকা হল -
উত্তরঃ  ইলেকট্রন, প্রোটন, নিউক্লিয়াস ।

২/ একটি এটম , যা একটি ইলেক্ট্রন হারায় , তাকে বলে -
উত্তরঃ পজিটিভ আয়ন ।

৩/ একটি পদার্থ, যার অনুগুলোর একই ধরনের এটম থাকে , তাকে বলে -
উত্তরঃ এলিমেন্ট ।

৪/ নিরপেক্ষ ইলেক্ট্রনিক চার্জবিশিষ্ঠ একটি এটমে ইলেক্ট্রনের সংখ্যা -
উত্তরঃ প্রোটনের সংখ্যার সমান ।

৫/ বৈদ্যুতিক কারেন্ট হলো -
উত্তরঃ ইলেক্ট্রিক চার্জের নড়াচড়া ।

৬/ একটি পদার্থ , যার অনুগুলো বিসদৃশ পরমানু দিয়ে গঠিত , তাকে বলা হয় -
উত্তরঃ কম্পাউন্ড ।

৭/ পরমানুর সবচেয়ে হালকা কনিকা -
উত্তরঃ ইলেক্ট্রন ।

৮/ একটি পরমানুর ব্যাস -
উত্তরঃ ১০-১০  মিটার ।

৯/ একটি নিঊক্লিয়াসের ব্যাস -


উত্তরঃ ১০-১৫  মিটার ।

১০/ প্রোটনের ভর নিউটনের ভরের -
উত্তরঃ  সমান । 
 

মন্তব্যসমূহ