সুইচগিয়ার কি ?



বৈদ্যুতিক ব্যবস্থাকে শর্ট সার্কিট এবং অন্যান্য ত্রুটিজনিত ক্ষতির হাত থেকে সুরক্ষিত করার জন্য পূর্বে থেকেই ব্যবস্থা নিতে হয় আর কাজের জন্য সুইচগিয়ার ব্যবহার করা হয় , যার সাহায্যে ক্ষতিকারক প্রভাব নিয়ন্ত্রনে রাখা যায় এবং স্বাভাবিক অস্বাভাবিক অবস্থায় বৈদ্যুতিক সিস্টেমকে চালুবা বন্ধকরে দেওয়া যায়  তাছাড়া সুইচগিয়ারকে সাধারনভাবে বলতে গেলে এটি এক প্রকার সুইচিং ডিভাইস এবং একিসাথে সংশ্লিস্ট নিয়ন্ত্রন ,আরক্ষ মাপার সরঞ্জাম বসানোর কাঠামো ,কক্ষ কানেকশনের সমষ্টিকে বোঝায়

সুইচগিয়ার এর গুরুত্ব

সুইচগিয়ার দ্বারা কোন একটি বা একক  জিনিসকে বোঝায় না এটি বৈদ্যুতিক সিস্টেমের স্বাভাবিক কার্যকলাপের সংযোগকারী , বিচ্ছিন্নকারী , রক্ষণাবেক্ষণকারী ,নিয়ন্ত্রণকারী , পাঠদানকারী ভারসাম্য রক্ষাকারী যন্ত্রপাতির সহঅবস্থানকে  বোঝায় তাছাড়া নিজেদের মধ্যে সংযোগ ব্যবস্থা আনুষঙ্গিক যন্ত্রপাতির সহঅবস্থানের ব্যাবস্থাপনাকেও বোঝায়
এর প্রধান দুটি উপাদান হলো রিলে সার্কিট ব্রেকার এছাড়াও অন্যান্য উপাদানগুলো হল- সি.টি , পি.টি , বাসবার , কন্ডাক্টর ট্রিপিং মেক্যানিজম ইত্যাদি বৈদ্যুতিক শক্তি ব্যবস্থাকে সম্পুর্নরুপে ত্রুটিমুক্ত করা সম্ভব নয় তবে ত্রুটির পরিমান কমিয়ে সিস্টেমে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব
অস্বাভাবিক অবস্থায় যেকোনো বিপদের হাত থেকে সিস্টেমে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি তথা গোটা সিস্টেমকে রক্ষা করার জন্য খুব দক্ষ নিখুতভাবে কম সময়ে ভালো অংশকে ত্রুটিপূর্ণ অংশ থেকে আলাদা করার ব্যবস্থাকে প্রটেকশন স্কীম বলে
ক্রমবর্ধমান বিদ্যুৎ শক্তির চাহিদা পূরনের জন্য বর্তমানে ব্যাপকভাবে সম্প্রসারন সিস্টেম ব্যবহার করে সিস্টেমের ক্ষমতা বর্ধিত করা হচ্ছে বর্ধিত ক্ষমতায় পুরো ব্যবস্থাকে সঠিকসময়ে ত্রুটির কবল থেকে রক্ষা করার জন্য সুইচগিয়ার এবং প্রটেকটিভ ডিভাইসসমুহের কার্যকরী ব্যবহার অপরিহার্য

সুইচগিয়ারের তালিকা

ভোল্টেজ অনুযায়ী সুইচগিয়ার প্রকার
·         এলটি সুইচগিয়ার ,
·         এইচটি সুইচগিয়ার
ব্যবহারিক ক্ষেত্র অনুযায়ী সুইচগিয়ার আবার ২ ভাগে ভাগ করা যায় ।
·         ইনডোর সুইচগিয়ার ,
·         আউটডোর সুইচগিয়ার ।

সুইচগিয়ার এর উপাদানসমূহ 

·         সুইচ ,
সুইচ আবার দুই প্রকার । যথাঃ –
১/ এয়ার সুইচ ,
২/ অয়েল সুইচ ।

·         ফিউজ ,
·         সার্কিট ব্রেকার ,
·         রিলে ,
·         বাসবার ,
·         ইন্সট্রুমেন্ট ট্রান্সফরমার ,
·         কন্ডাক্টর ,
·        কারেন্ট ট্রান্সফরমার,
·        ভোল্টেজ ট্রান্সফরমার,
·         ট্রিপিং যন্ত্রপাতি ।

তথ্যসূত্র- সুইচগিয়ার এন্ড প্রটেকশন




মন্তব্যসমূহ