আপনারা হয়তো ইতিমধ্যে বিভিন্ন নিউজ/ব্লগ পোষ্ট এর মাধ্যমে জেনেছেন যে
সম্প্রতি ফেসবুকের উপর ‘‘ক্যামব্রিজ এনালিটিকা’’ নামক এপ্স এর মাধ্যমে প্রায় ৫০
মিলিয়ন মানুষের তথ্য চুরির একটি অভিযোগ আরোপ করা হয়েছে ।
তাছাড়া এই অভিযোগ থেকে আরো জানা গেছে যে চুরিকৃত তথ্য ব্যবহার করে, বিগত
মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারনাও করা হয়েছে ।
তাই এখন ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে #deletefacebook নামক এক ধরনের
আন্দোলন এর সৃষ্টি হয়েছে , যেখানে অনেক ব্যাবহারকারী তাদের ফেসবুক প্রোফাইলটি মুছে
ফেলেছেন এবং অনেকে মুছে ফেলবেন বলেও ভাবছেন
।
তো এমতোবস্থায় আপনি কি করবেন ভাবছেন তাইতো ?
যদি তাই হয় তাহলে আমি বলবো ফেসবুক একাউন্ট ডিলিট না করতে, কারন কিছু উপায়
অবলম্বন করলে আপনি আপনার তথ্য চুরি হওয়া ঠেকাতে পারেন।
তার জন্য আপনার প্রথমে যা জানা দরকার সেটা হলো যে, কিভাবে আপনার তথ্য চুরি
হতে পারে এবং কেনো চুরি হতে পারে –
·
কোন অযাচিত
ওয়েবসাইট কিংবা এপ্সকে পারমিশন দিয়ে থাকলে ।
( যেটা আমরা প্রায়শয় করে থাকি বিভিন্ন এপ্স কিংবা
ওয়েবসাইট এর মাধ্যমে যেমনঃ ৫০ বছর পর
আপনাকে কেমন দেখাবে , আপনাকে কোন সেলিব্রিটির মতন দেখায় , আপনার ভবিষ্যৎ
গার্লফ্রেন্ড কে , আপনার বন্ধু তালিকায় আপনাকে কে বেশি পছন্দ করে ইত্যাদি ইত্যাদি।
এই ধরনের সেবা দেওয়া ওয়েবসাইট গুলোকে আমরা
না জেনেই উৎসাহের বসে পারমিশন দিয়ে বসি যার কারনে তথ্য চুরি হয়ে থাকে ।)
·
অযাচিত/বিশ্বস্থ নয় এ ধরনের অয়েবসাইটে ফেসবুকের মাধ্যমে
লগিন করা হলে।
( ফেসবুক একাউন্ট দিয়ে লগিন অপশনটা এখন প্রায় বেশির ভাগ
ওয়েবসাইটেই থাকে কিন্তু সকল ওয়েবসাইটই যে
আপনার তথ্যের যথাযথ নিরাপত্তা দিবে তা কিন্তু না তাই বিশ্বস্থ ওয়েবসাইট ব্যাতিত
অন্য কোন সাইটে ফেসবুক থেকে লগিন করলে তথ্য চুরি হতে পারে ।)
·
অপরিচিত কাউকে বিবেচনা না করে বন্ধু তালিকায় যুক্ত করলে
।
( আমরা অনেকেই সামান্য কিছু লাইকস এবং কমেন্ট বেশি পাবার
আশায় অপরিচিত কাউকে বন্ধু তালিকায় যুক্ত করে ফেলি তা আবার না ভেবেই আর এ জন্যই হয়
বিপত্তি , কিছু কিছু মানুষ এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনার ব্যক্তিগত এক্টিভিটিকে
ট্র্যাক করে , আপনার ছবি চুরি করে এবং আপনার ফ্যামিলি মেম্বারদেরকেও টার্গেট করে থাকে ।)
·
ফেসবুক অডিয়েন্স সঠিক ভাবে সিলেক্ট না করলে ।
( আপনি একটি ছবি পাবলিশ করবেন কিংবা কোন পোস্ট/ডাটা,
যেটা পাবলিকলি করলে চুরি হতে পারে তার জন্যই আপনাকে আগে ভেবে নিতে হবে যে পোস্টটা আপনি করবেন কাদের উদ্দেশ্য করে
করবেন, আপনার বন্ধুদেরকে নাকি যে কারো
জন্য নাকি ফ্যামিলি মেম্বারদের জন্য তারপর সে অনুযায়ী আপনার অডিয়েন্স সিলেক্ট করে
করবেন নয়ত আপনার তথ্য চুরি হতে পারে ।)
·
অজানা কিংবা লোভনীয় লিংক এ ক্লিক করলে ।
( ফেসবুকে স্প্যমাররা কিংবা হ্যাকাররা আপনার উপর নজর
রেখে আপনি কি পছন্দ করেন আর কি করেন না তা জেনে বা অনেক ক্ষেত্রে আন্দাজ করে সেই বিষয়ক পন্য বা জিনিসের লোভনীয় অফার লিংক
প্রেরন করে থাকে আর যখন আপনি সেই লিংকে
ক্লিক করে তথ্য প্রদান করে থাকেন তখন সেই তথ্য চুরি হতে পারে কিংবা অনেক ক্ষেত্রে
দেখা যায় যে তারা ফেসবুকের মত একটা ওয়েবপেজ করে রাখে এবং সেখানে লগিন করতে বলে ,
যেখানে আপনি লগিন করলে আপনার ফেসবুক একাউন্টটি হ্যাক হতে পারে আর এই পদ্ধতিকে বলা
হয় ফিশিং । তাই যেকোনো জায়গায় তথ্য দেওয়ার আগে কিংবা কোন অযাচিত লিংকে ঢোকার আগে অবশ্যই
লিংকটি পরীক্ষা করে দেখবেন তারপর তথ্য দেবেন । )
·
যেখানে সেখানে চেক-ইন করলে ।
(আমরা প্রায় সময় কোথাও ঘুরতে গেলে কিংবা খেতে গেলে
ফেসবুকে চেক-ইন করে থাকি যা মোটেও ঠিক নয় এতে করে আপনার লোকেশন মানে আপনার অবস্থান
সম্পর্কে সবাই একটা ধারনা করে ফেলে বা জেনে যায় যার কারনে আপনি বিব্রতকর পরিস্থিতি
ছাড়াও বড় কোনো ঝামেলায় জড়িয়ে পরতে পারেন। তাছাড়া আপনি যে পেজে/লোকেশনে চেক-ইন
করবেন সেই পেজের এডমিন এর কাছে আপনার চেক ইন করার তথ্য থাকবে তাই পারিপার্শ্বিক
বিষয় ভেবে চিন্তে চেক-ইন করবেন।)
তো মুলত এইসব বিষয়ের কারনেই আমাদের সাধারণত তথ্য চুরি হয়ে থাকে তাই এই বিষয়
গুলোর ক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে ।
তাহলেই তথ্য চুরি ঠেকানো অনেক অংশে কমে যাবে ।
আর কিছু তথ্য চুরির বিষয় রয়েছে যা ফেসবুক আমাদের অজান্তেই নিয়ে থাকে
যেমনঃ আমাদের ব্রাউজিং কুকিস , আমাদের লোকেশন ,আমরা কি পছন্দ করি ইত্যাদি
তথ্য এবং এই তথ্য দিয়েই ফেসবুক এড দেখিয়ে থাকে আমাদের এবং তাদের প্রোডাক্ট ও
ইম্প্রুভ করে থাকে এবং তারা তথ্যগুলোকে
থার্ড-পার্টিকেউ বিক্রি করে দেয় ।
সেক্ষেত্রে আমরা যা করতে পারি ফেসবুক ট্র্যাকিং থেকে বাঁচার জন্য, তা হলো
সম্প্রতি মজিলার ফায়ারফক্স ব্রাউজার এর জন্য মজিলা ফাউন্ডেশন একটি এক্সটেনশন বা এড
অন্স ছেড়েছে যার নাম হলো ফেসবুক
কন্টেইনার যা আপনি এই অফিশিয়াল লিংক থেকে ইন্সটল
করে নিতে পারবেন ।
এটির কাজ হলো আপনার ফেসবুক আইডেন্টিটিকে পৃথক পৃথক কন্টেইনারে আলাদা করা
এবং এর মাধ্যমে ফেসবুক ব্যাবহার করে আপনি যদি ফেসবুক বহির্ভুত কোন লিংকে ক্লিক
করেন তাহলে এটি সেই লিংক্টিকে আলাদা ট্যাবে কন্টেইনারের বাইরে ওপেন করে, যার ফলে
ফেসবুক আপনার ভিজিট এবং থার্ড-পার্টি ওয়েবসাইটের কুকিস কে সহজে ট্রেস করতে পারে
নাহ ।
আর ফেসবুক এড থেকে বাঁচার জন্য কিংবা বলা যেতে পারে তুলনামূলকভাবে কম
সংখ্যক এড দেখার জন্য আপনি চাইলে এডব্লকার ব্যাবহার করতে পারেন ।
ধন্যবাদ সবাইকে ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন