![]() |
১/ কোন ধরনের ক্যাপাসিটর পোলারাইজড হয় ?
উত্তরঃ ইলেক্ট্রোলাইটিক ।
২/ যেসব ক্যাপাসিটর ,আকারে ছোট কিন্তু
ক্যাপাসিট্যান্স রয়েছে তারা কিসের ডাই-ইলেক্ট্রিক ব্যাবহার করে ?
উত্তরঃ সিরামিক ।
৩/ একটি পরিবর্তনশীল ক্যাপাসিটর হিসেবে আমরা
ট্রিমার ক্যাপাসিটর কে জানি , এটা মূলত কি জন্যে ব্যাবহার করা হয় ?
উত্তরঃ সর্বোত্তম সেন্সিটিভির জন্য একটি রেডিও টিউনিং-আপ করার জন্য ।
৪/ গ্রাউন্ডিং
সিস্টেমের প্রধান কাজ কি?
উত্তরঃ ঘর্ষণের ফলে সৃষ্ট স্ট্যাটিক ইলেকট্রিসিটির বিরূদ্ধে নিরাপত্তা প্রদান ।
৫/ স্ট্যাটিক ইলেকট্রিসিটি সরানোর সর্বোত্তম
উপায় কি ?
উত্তরঃ ফ্রেম-ওয়ার্ক গ্রাউন্ড করা ।
৬/ একটি পরিবাহীর প্রস্থ কমে/হ্রাস গেলে
রেজিস্ট্যান্সের কি পরিবর্তন হয় ?
উত্তরঃ রেজিস্ট্যান্স বৃদ্ধি পাবে।
৭/ পরিবাহী পদার্থের মুক্ত ইলেক্ট্রন সংখ্যা
কত ?
উত্তরঃ ১০২৮ টি ।
৮/ অপরিবাহী পদার্থের মুক্ত ইলেক্ট্রন
সংখ্যা কত ?
উত্তরঃ ১০৭ টি ।
৯/ পাওয়ার/বৈদ্যুতিক শক্তির একক কি?
উত্তরঃ ওয়াট ।
১০/ কারেন্ট , রেজিস্ট্যান্স ও সময়ের মধ্যে
সম্পর্ক সুত্র কি ?
উত্তরঃ জুলের সুত্র ।
১১/ তাপের যান্ত্রিক সমতার (J) মান কত ?
উত্তরঃ ৪.২
১২/ এক কিলোওয়াট কে জুলে রুপান্তরিত করলে কত
হয় ?
উত্তরঃ ৩৬*১০৬ জুল ।
১৩/ তার/ক্যাবলের ইলসুলেশন উঠানোকে কি বলে ?
উত্তরঃ স্কিনিং ।
১৪/ তারের উপরের কোটিং উঠানোকে কি বলে ?
উত্তরঃ স্ক্র্যাপিং ।
১৫/ ওভারহেড লাইনের যেখানে টান লাগে ,
সেখানে কি জয়েন্ট করা হয় ?
উত্তরঃ ব্রিট্যানিয়া ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন