১/ ইলেকট্রনের তুলনায় প্রোটনের ভর –
উত্তরঃ ১৮৪০ গুন ।
২/ কোন পদার্থ এর পারমানবিক ওজন নির্ভর করে ঐ পদার্থের পরমাণুর -
উত্তরঃ প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যার উপর ।
৩/ কোন পদার্থ এর পারমানবিক সংখ্যা নির্ভর
করে ঐ পদার্থের পরমাণুর –
উত্তরঃ ইলেকট্রনের মোট সংখ্যার উপর ।
৪/ এটমের ইলেকট্রন গতিময়, কারণ –
উত্তরঃ ইলেকট্রন, প্রোটনের চেয়ে হালকা ।
৫/ একটি প্রোটনের ভর প্রায় –
উত্তরঃ ১.৬৬*১০-২৭ কেজি ।
৬/ একটি ইলেকট্রনের ভর প্রায় –
উত্তরঃ ৯.১*১০-৩ কেজি ।
৭/ একটি কক্ষপথে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন আবর্তিত হবে , তা নির্ভর করে –
উত্তরঃ 2n2 এর উপর ।
৮/ ১ কুলম্ব সমান –
উত্তরঃ ৬২৮*১০১৬ ইলেক্ট্রনের চার্জ ।
৯/ এক ঘন সেন্টিমিটার তামার একটি টুকরোতে স্বাভাবিক তাপমাত্রায় মুক্ত ইলেক্ট্রনের সংখ্যা –
উত্তরঃ ৮.৫* ১০২২ টি ।
১০/ 5A কারেন্ট 100 কুলম্ব চার্জকে স্থানান্তরিত করতে সময় লাগে –
উত্তরঃ ২০ সেকেন্ড ।
১১/ যদি 5A কারেন্ট 5 মিনিট ধরে প্রবাহিত হয়, তবে স্থানান্তরিত চার্জ হবে –
উত্তরঃ ১৫০০ কুলম্ব ।
১২/ চার্জিত বস্তুর কাজ করার সামর্থ্যকে বলে –
উত্তরঃ বিদ্যুৎ বিভব ।
১৩/ ইলেক্ট্রনকে স্থানচ্যুত করতে , যে বলের প্রয়োজন হয় –
উত্তরঃ বিদ্যুৎ বিভব ।
১৪/ বিদ্যুৎ বিভব , V সমান –
উত্তরঃ W/Q Volt .
১৫/ বৈদ্যুতিক কারেন্ট
, I সমান –
উত্তরঃ Q/t Amp .
১৬/ দুটি অসম চার্জের মধ্যে বিভব পার্থক্য পরিমাপ করা হয় –
উত্তরঃ ভোল্টে ।
১৭/ ওহমের সুত্র –
উত্তরঃ V=IR
১৮/ ওহমের সুত্র প্রয়োগ করা যায়না –
উত্তরঃ সেমিকন্ডাক্টরে ।
১৯/ একটি সরল সার্কিটে ডিসি সরবরাহ
করা হলে সার্কিটে কারেন্ট বৃদ্ধি পাবে , যদি –
উত্তরঃ সার্কিটে রেজিস্ট্যান্স
হ্রাস পায় ।
২০/ যদি একটি সার্কিটে প্রয়োগকৃত ভোল্টেজ দুইগুন করে এবং সার্কিটের রেজিস্ট্যান্স অর্ধেক করা হয় , তবে কারেন্ট –
উত্তরঃ চারগুন বৃদ্ধি পাবে ।
উপরের লেখাটির পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন