Internet Of Things (IoT)




প্রথমেই ধন্যবাদ জানাতে চাই যারা  এইরকম একটা প্রোগ্রাম এর আয়োজন করেছে রায়হান ভাইকে আর সজিবকে আমাদের ইনভাইট করার জন্য #SylhetMozillians দের সাথে খুব আনন্দেই/মজায়  দিনটি কাটল। ২৪ তারিখ সকাল  ৯টায় প্রোগ্রাম শুরু হবে জেনে, খুব আগ্রহ নিয়েই বেড়িয়ে পড়ি ৮ টার দিকে ৮:৩০ নাগাত এসে পৌছই লিডিং ইউনিভার্সিটির রংমহল টাওয়ারে। তারপর আমাদের গ্রুপের বাকি সদস্যদের অপেক্ষায় ছিলাম কিছুক্ষণের মধ্যে তারাও এসে উপস্থিত হয়। মোট ১৩ জনের #SPIan টীম অনুষ্ঠানে যোগ দেই । যথারীতি প্রোগ্রাম ও শুরু হয়।




#MozilliaBangladesh এর একজন গর্বিত এম্বাসেডর, Mahay Alam Khan ওরফে #MAK ভাই প্রোগ্রাম টি পরিচালনা করেন। অনুষ্ঠানের  শুরুতেই তিনি #Arduino #RaspberryPi এবং #IoT এর সাথে সবাইকে পরিচয়/ধারণা করিয়ে দেন। IFTTT এবং  #ConnectedDevice সম্পর্কেও আলোচনা করেন। এসময় তিনি #MozillaFirefox ইউজারদের নিরাপত্তার ব্যাপারেও আলোচনা করেন এবং তাতে করে অনেক অজানা তথ্যগুলোও জানতে পারি। শিক্ষার্থীরা সেসময় অনেক মূল্যবান প্রশ্নের উত্তরও তার মাধ্যমে পেয়ে যায়। অনুষ্ঠানটি  দুইভাগে ভাগ করা হয়েছিল #থিওরিটিক্যাল এবং #প্র্যাকটিক্যাল অনুসারে। থিওরি শেষে দুপুরের খাবার পরিবেশন করা হয় এর আগে অবশ্য সকালের নাস্তার ও ব্যবস্থা করা হয়েছিল।
খাওয়া দাওয়া শেষ করার পর প্র্যাক্টিক্যাল পর্ব শুরু হয় এবং আমাদের Arduino এবং Raspberry pi দিয়ে প্রজেক্ট করতে দেওয়া হয়।




তারপর আমরা একটা প্রজেক্ট এর আইডিয়া (জঙ্গি হামলা থেকে জানমালের নিরাপত্তার স্বার্থে এবং ক্ষতির পরিমাণ কমানোর উদ্দেশ্যে প্রজেক্ট) তাদের সাথে শেয়ার করি এবং সবাই তার এপ্রিসিয়েট করে এবং প্রজেক্টের একটি নামও সাজেস্ট করেন আর কাজ চালিয়ে যাওয়ার জন্য  উৎসাহ প্রদান করেন তারপর #Mak ভাই আমাদের গ্যাস ডিটেক্টর দিয়ে  একটা প্রজেক্ট  তৈরি  করতে বলেন আমরা সাফল্যের সাথে গ্যাস ডিটেক্টর তৈরি করি এবং তাদের কাছে প্রেজেন্ট করি।
অনুষ্ঠানের শেষের দিকে আমরা #SPIan টিমের পক্ষ থেকে একটি রোবট প্রদর্শন করি।

আর হ্যা যতটুকু আগ্রহ নিয়ে এসেছিলাম তার চেয়ে বেশিই পেয়েছি এর জন্য রায়হান ভাই এবং মোজিলা বাংলাদেশকে আবারো অসংখ্য ধন্যবাদ।
সবশেষে বলতে চাই এইরকম প্রোগ্রাম বারবার চাই যাতে করে আমরা প্রতিবার নতুন কিছু শিখতে পারি জানতে পারি জানাতে পারি আর হ্যা অবশ্যই দেশের জন্য কিছু করতে পারি।

#SylhetMozillans
#ConnectedDeviceSylhet


মন্তব্যসমূহ