নাগরি আমার বর্ণমালা,
নাগরি আমার গর্ব,
নাগরির জন্য লড়ছি মোরা,
আজীবন লড়ে যাবো।
তাই আজ করছি শপথ,
কখনো দেবোনা হারাতে,
নাগরি তোমাকে,
তুমি আমাদের বর্ণ,
হ্যা তুমি আমাদের গর্ব।
ছিলটি আমার মায়ের ভাষা,
নাগরি তাহারি বর্ণ,
কে বলেছে মাগো তোমারি,
ভাষা অপূর্ণ।
তোমার ভাষায় বলছি কথা মা,
লেখার জন্য দিয়েছ তুমি,
নাগরি বর্ণ,
কে বলেছে মাগো তোমার,
ভাষা অপূর্ণ।
ছিলটি আমার মায়ের ভাষা,
নাগরি তাহারি বর্ণ,
বর্ণ ভাষা দিয়ে তুমি মা,
করেছ "সম্পূর্ণ "।
তাই আজ, গর্বিত আমি,
গর্বিত মা,
গর্বিত ছিলটি বলে,
গর্বিত আমি,
গর্বিত মা,
আমার ভাষার,
একটি বর্ণ আছে বলে।
এ.এস পার্থ
৬/৫/১৬ ইং
(উৎসর্গ - সকল নাগরি বাঁচাও আন্দোলনের সৈনিকদের প্রতি)
উক্ত লেখাটি পিডিএফ ফরমেটে ডাউনলোড করুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন