জানিনা কতকাল ধরে
মন খুজছে তোরে
সকাল ভোরে
রাত্রি সর্বক্ষণ
তবুও যে পাইনি দেখা
তাই আজও একা
রয়েছি সর্বক্ষণ
থাকিস না আর দূরে সরে
চুপটি করে
আর পারছে না যে মন
আমি যে বরই একা
খুবই একা
চাইছে সঙ্গ মন
বেড়েছে তৃষ্ঞা অনেক
হ্যা অনেক তৃষ্ঞা
তৃষ্ঞার্ত এ মন
তাই তোর কাছেতে
আমার যে এক
আকুল আবেদন
আমায় একটু "জল "দিবি?
দেনা একটু জল
যে জলেতে ভরাবো এ মন
মিটবেও তৃষ্ঞাজল।
উৎসর্গ - প্রিয় অনুদ্রিলা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন