আমরা প্রতিটা মানুষই
একেক ধরণের সেলফিস
শুধু পার্থক্য এটাই যে
কিছু মানুষের ধরণটা প্রকাশ্যের
আর কিছু মানুষের গোপনীয়।
আর এই দুটি ক্ষেত্রের সেলফিসনেছের
ভাল এবং খারাপ দুটি দিক রয়েছে।
আপনারা হয়তো সেলফিস এর
মিনিংটা ভালো ভাবেই জানেন
(স্বার্থপরতা)।
প্রথমেই (প্রকাশ্য স্বার্থপরতা) বলতে আমরা সহজ ভাষায় বুঝি যার উপলব্ধি সহজেই করা যায়।
উদাহারনসরুপ- মনে করুন একজন নেতা, চেয়ারম্যান পদপ্রার্থী, কিছুদিন পর নির্বাচন, তাই সে প্রচার প্রচারনায় মাঠে নেমেছে এবং প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে ভোট চাচ্ছে
কারন একটাই, তার নির্বাচিত হওয়া চাই।
এখানে যেমন নেতার স্বার্থপরতা আছে ঠিক তেমনি
একটা ভিক্ষুককে যদি আপনি প্রথমদিন ১০ টাকা দেন এবং সেই রাস্তা দিয়ে আরো একদিন
যান দেখতে পাবেন আপনার আশায় ভিক্ষুকটি আজও একি জায়গায় বসে আছে
এখানেও ভিক্ষুকটির স্বার্থ আছে।
(এখানে এই দুটি উদারহরণ দ্বারা আমি প্রকাশ্য স্বার্থপরতা সহ এটা বোঝাতে চাচ্ছি যে স্বার্থে ধনী কিংবা গরীবের ভেদাভেদ নেই কিন্তু হ্যা অন্য ক্ষেত্রে ভেদাভেদ আছে সেটা হলো স্বার্থের পরিমাণ যেটা দুটি ক্ষেত্রেই ভিন্ন )।
এখন আসি (গোপন স্বার্থপরতায়) এক্ষেত্রে তার স্বার্থপরতা বোঝা একটু কঠিন হয়ে দ্বারায় কোন কোন সময় বোঝাও যায়না।
(উদাহরনসরুপ ) মনে করুন আপনি প্রেম করছেন ৭ দিন চলছে এবং হাতে কোন কাজ নেই (বেকার) কিন্তু আপনার প্রেমিকা রোজ ই কিছু বায়না ধরে হয়ত কেনাকাটার কিংবা কখনও ঘুরে বেড়াবার,
একদিন এসব না করে দেখবেন পরে থেকে তাকে আর আপনার আশেপাশেও দেখতে পাবেন না
কিংবা মনে করুন আপনার প্রেমিকা বিয়ের জন্য চাপ দিচ্ছে কারন তার বাসায় তার জন্য একটা হাই প্রোফাইল ছেলে ঠিক করে রাখা হয়েছে এমতবস্থায় মনে করুন আপনার চাকরিটা হয়েও গেল কিন্তু সেলারি কম তারপর কয়দিন পর দেখবেন আপনার প্রেমিকা বিয়ে করে ফেলেছে তার পরিবারের পছন্দনুযায়ী কারণটা হলো আপনার তুলনায় তার স্বামীর সেলারি বেশি।
(কিন্তু সবক্ষেত্রে এমনটা নাও হতে পারে)
(গোপন স্বার্থপরতা) হচ্ছে - মনে করুন আপনার কষ্টটা চেপে রেখে আপনার প্রিয়জনের মুখে হাঁসি ফোটানো এক্ষেত্রে স্বার্থটা গোপনীয়য় থাকে অধিকাংশ ক্ষেত্রে।
সেলফিসনেছ/স্বার্থপরতা যে শুধুই ভাল কিংবা শুধুই খারাপ তা নয় দুটি মিলেই স্বার্থপরতা
আর পৃথিবীতে এমন কোন মানুষ হয়তো খুজে
পাওয়া যাবে না যার স্বার্থ নেই।
সবশেষেও আপনার যদি মনে হয় আপনি সেলফিস নন তাহলে
নিজেই নিজেকে প্রশ্ন করুন
Am i Selfish?
এবং ভাবুন উত্তরটা আপনি ঠিকি পেয়ে যাবেন
Yes You're.
(এ.এস পার্থ)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন