যখন জিবন,
পড়ে আছে আধারের মাঝে,
জিবনকে আর ভাল লাগে না,
পড়ে আছে আধারের মাঝে,
জিবনকে আর ভাল লাগে না,
একা একা আর সময় কাটেনা,
সবকিছু যেন মুল্যহীন,
অপার পৃথিবীর মাঝে আমি একা,
হাজারো ব্যাস্ততার মাঝে
আমি নিস্তব্ধ,
দিশাহীন পথে খাচ্ছি খুরপাক,
সময় ছুটে চলছে কিন্তু আমি
থেমে আছি,
সফলতা মানে কি তা জানিনা?
সবকিছু যেন মুল্যহীন,
অপার পৃথিবীর মাঝে আমি একা,
হাজারো ব্যাস্ততার মাঝে
আমি নিস্তব্ধ,
দিশাহীন পথে খাচ্ছি খুরপাক,
সময় ছুটে চলছে কিন্তু আমি
থেমে আছি,
সফলতা মানে কি তা জানিনা?
তখন তুমি এলে,
আর জিবনের আধারটাকে
দুরে ঠেলে আলো জ্বালালে,
একাকিত্ব দুর করলে,
মুল্যহীন জীবনকে অমুল্য করলে,
অপার পৃথিবীতে আমায়
পরিচয় দিলে,
নিস্তব্ধ জিবনের মাঝে তুমি
চনচলতা এনে দিলে,
সময়ের সাথে চলতে শেখালে,
দিশাহীন পথের মাঝে
সঠিক পথ দেখালে,
আর জিবনের আধারটাকে
দুরে ঠেলে আলো জ্বালালে,
একাকিত্ব দুর করলে,
মুল্যহীন জীবনকে অমুল্য করলে,
অপার পৃথিবীতে আমায়
পরিচয় দিলে,
নিস্তব্ধ জিবনের মাঝে তুমি
চনচলতা এনে দিলে,
সময়ের সাথে চলতে শেখালে,
দিশাহীন পথের মাঝে
সঠিক পথ দেখালে,
সফলতা কি তা জানালে,
এবং অর্জন করতে শেখালে।
এবং অর্জন করতে শেখালে।
তুমি সেই
যাকে অর্জন করতে হয়
আর একবার
অর্জন করলে তা হারানোর ভয় থাকেনা।
তুমি আর কেউ নও,
তুমি হলে আমার জিবনের
চাবিকাঠি,
মহামুল্যবান সম্পদ,
পৃথিবীর সবচেয়ে দামি জিনিস,
তুমি হলে আমার
" জ্ঞান " ।
যাকে অর্জন করতে হয়
আর একবার
অর্জন করলে তা হারানোর ভয় থাকেনা।
তুমি আর কেউ নও,
তুমি হলে আমার জিবনের
চাবিকাঠি,
মহামুল্যবান সম্পদ,
পৃথিবীর সবচেয়ে দামি জিনিস,
তুমি হলে আমার
" জ্ঞান " ।
এ.এস পার্থ
২৯/১১/১৩ইং
২৯/১১/১৩ইং
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন