তুমি আমার এক ফোটা জল (এ.এস পার্থ)

হঠাৎ,
 
    কখন যে তোমার প্রেমে পড়ে গেছি
    তা হয়ত বলা কঠিন,
   
    কিন্তু যখনই তোমাকে দেখেছি,
    নিজেকে সামলে রাখতে পারিনি,

    ছুটে চলে গেছি তোমার কাছে ।

তোমার সংস্পর্শে এসে পেয়েছি অফুরন্ত ভালবাসার মূর্ছনা,
    
        পেয়েছি মনের শীতলতা,
যখনই তুমি এসেছ মনের মাঝে,

কেমন যেন স্নিগ্ধ শীতলতার শীহরণ জেগে উঠেছে   .....
     
      তাই এখন একটু অবসরে,
যখনই একলা থাকি,
      তখনি মনে পরে পড়ে যায়
              তোমাকে  ।

   চায়  আবারো একটি বার,
       
               তোমায়
          চায় কাছে পেতে।

 
এ.এস পার্থ

মন্তব্যসমূহ